ছায়াবীথি-হুমায়ূন আহমেদ








হুমায়ূন আহমেদ এর ছায়াবীথি বাংলা বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং পড়তে পারবেন। আমরা হুমায়ূন আহমেদ এর ছায়াবীথি বই এর পিডিএফ কপি সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে তা শেয়ার করছি।

এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে নায়লা-জামানের মধ্যবিত্ত সংসারের গল্প দিয়ে। নায়লা যার জীবন জুড়ে আছে তার স্বামী জামান আর তাদের ছোট্ট বাচ্চা বাবু।জামান একটা অল্প বেতনের ছোট চাকরি করে। জামান আর এক সন্তানকে নিয়ে নায়লা বেশ সুখেই ছিল। কারন তার কাছে মনে হত সব অপ্রাপ্তির পরেও তার জীবনে ভালোবাসা তো রয়েছে।কিন্তু হটাত করেই নায়লার জীবন ওলট পালট হয়ে যায়। কারন আবির্ভাব ঘটে উপন্যাসে জামানের ধনী বন্ধু আলমের। । আলম দীর্ঘদিন বিদেশে ছিল। সে অনেক টাকা-পয়সা করে সম্প্রতি দেশে এসেছে বিয়ে করার জন্যে। নায়লা কে তার প্রথম থেকেই ভালো লগতে থাকে। চেষ্টা করে নায়লার কাছে আসার। নায়লা কে মুগ্ধ করার চেষ্টা করে। নায়লা প্রথম দিকে বিষয়টাকে একদম পাত্তা দিচ্ছিলো না।কিন্তু আলমের সান্নিধ্যে এসে নায়লা এমন অনেক কিছু পেতে থাকে যার স্বপ্ন এতদিন সে শুধু দেখেই এসেছে কিন্তু কখনো পাওয়ার সৌভাগ্য হয়নি। এভাবেই আলম অনেক সাধ পূরণ করতে থাকে নায়লার। এবং এক পর্যায় এসে নায়লার মনে হতে থাকে, সে কি আলমের প্রতি দুর্বল হয়ে পড়েছে?আলমকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। কিন্তাতু একি সাথে সে জামান এর সাথেও তো থাক্পতে চায়। তার সংসার কে ভালোবাসে। সংসার ভাংতে সে চায়না। তাহ্লে কাকে সে ভালোবসে। ভালোবাসা কি…এক অদ্ভুত চিন্তায় পড়ে সে।এক অদ্ভুত দোটানা।এরপড় এক সন্ধ্যায় নায়লা চোখে কাজল দিয়ে, সাদা শাড়ি পরে বের হয় তার জীবনের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু সেই গন্তব্যটি কে? জামান নাকি আলম? কি হল সমাপ্তি উপন্যাসের এই প্রশ্নের উত্তর জানার জন্যে পাঠককে ‘ছায়াবীথি’ উপন্যাসটি পড়তে হবে।


  • বইয়ের বিবরণ
  • বইয়ের নামঃ ছায়াবীথি
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশিতঃ ১লা ফেব্রুয়ারী ১৯৯০
  • প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স
  • সাইজঃ ১০ এমবি
  • ভাষাঃ বাংলা
  • পাতা সংখ্যাঃ ১২৮ টি
  • বইয়ের ধরণঃ উপন্যাস
  • ফরম্যাটঃ পিডিএফ (PDF)


নিচের লিংক থেকে ১০ এমবির বইটি ডাউনলোড করে কিংবা অনলাইনে যেকোন সময় হুমায়ূন আহমেদ এর এই জনপ্রিয় উপন্যাস বইটি পড়ে নিতে পারবেন।




বইটি পড়ে কেমন লাগল তা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।ধন্যবাদ

Share this

0 Comment to "ছায়াবীথি-হুমায়ূন আহমেদ"

Post a Comment