বইয়ের বিবরণ
- বইয়ের নামঃ পথের পাঁচালী
- লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- প্রকাশিতঃ ২০০৯
- প্রকাশকঃ মুন পাবলিকেশন্স
- সাইজঃ ১১ এমবি
- ভাষাঃ বাংলা (Bangla/Bengali)
- পাতা সংখ্যাঃ ১৭৫ টি
- বইয়ের ধরণঃ উপন্যাস
- ফরম্যাটঃ পিডিএফ (pdf)
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে নিজ মামার বাড়িতে ১২ই সেপ্টেম্বর ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্রে রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। অধুনা ঝাড়খন্ডের ঘাটশিলাতে, ১ নভেম্বর ১৯৫০ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন।
Download pdf file
পথের পাঁচালী বিভূতিভূষণের অপরূপ এক সৃষ্টি। পথের পাঁচালী গ্রাম বাংলার রায় পরিবারের জীবন এবং এই পরিবারের সদস্যদের নিয়ে বিচিত্র এক রচনা। উপন্যাসটি প্রথমে ১৯২৮ সালে সমসাময়ীক সিরিয়াল হিসেবে প্রচারিত হত। পরবর্তিতে এটি বই আকারে রচিত হয়।
পথের পাঁচালী বিভূতিভূষণের অপরূপ এক সৃষ্টি। পথের পাঁচালী গ্রাম বাংলার রায় পরিবারের জীবন এবং এই পরিবারের সদস্যদের নিয়ে বিচিত্র এক রচনা। উপন্যাসটি প্রথমে ১৯২৮ সালে সমসাময়ীক সিরিয়াল হিসেবে প্রচারিত হত। পরবর্তিতে এটি বই আকারে রচিত হয়।
0 Comment to "পথের পাঁচালী- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় "
Post a Comment